জুনে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬.২৫%
গত জুন মাসে মূল্যস্ফীতি ৬ দশমিক ২৫ শতাংশে দাঁড়িয়েছে। গত মে মাসে এ হার ছিল ৬ দশমিক ১৯ শতাংশ। আজ মঙ্গলবার সকালে শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, রমজানের কারণে এ মাসে মূল্যস্ফীতি সামান্য একটু বেড়েছে। তবে ২০১৪-১৫ অর্থবছরের গড় মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৪১ শতাংশ, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। তিনি বলেন, সরকারের লক্ষ্য ছিল বছরের গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখা। সরকার তা করতে পেরেছে। এটা সরকারের সক্ষমতারও প্রমাণ বহন করে।
মন্ত্রী বলেন, এপ্রিলে মাসের মূল্যস্ফীতি থেকে দেখা যায় খাদ্য খাতে মূলস্ফীতি ৬ দশমিক ৩২ শতাংশ। জুন মাসে তা ছিল ৬.২৩ শতাংশ। অন্যদিকে এপ্রিলে খাদ্য-বহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল ৬.১৫ শতাংশ। গতমাসে তা ছিলো ৬.১৪ শতাংশ। এ হিসাব পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে করা।
গ্রামের ক্ষেত্রে সাধারণ মূল্যস্ফীতি ৫ দশমিক ৯ শতাংশ। খাদ্য খাতে এ হার ৫ দশমিক ৭৬ শতাংশ এবং খাদ্য-বহির্ভূত খাতে ৬.১৬ শতাংশ।
শহরের ক্ষেত্রে সাধারণ মূল্যস্ফীতি ৬ দশমিক ৯১ শতাংশ। খাদ্য খাতে এ হার ৭ দশমিক ৬৪ শতাংশ এবং খাদ্য--বহির্ভূত খাতে ৬ দশমিক ১৪ শতাংশ।
চলতি বছরের মে ও জুন মাসে জাতীয় মজুরির হার যথাক্রমে ৯ দশমিক ৪৪ ও ৯ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে।

অর্থনীতি ডেস্ক