ঈদুল আজহা উপলক্ষে মার্সেলের বৈচিত্র্যময় আয়োজন

এবার ঈদুল ফিতরে বেশ সাড়া পেয়েছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। আর এ কারণে ঈদুল আজহা উপলক্ষে মার্সেল নিয়ে আসছে দুইশোরও বেশি মডেলের ইলেকট্রনিকসের পণ্য।
আজ মঙ্গলবার দেশীয় প্রতিষ্ঠান মার্সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বাজারে সাশ্রয়ী দামে বৈচিত্র্যময় ডিজাইন ও রঙের পণ্য উৎপাদন ও বিপণন করায় রমজান মাসে ব্যাপক বিক্রি হয়েছে মার্সেল পণ্য। ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রা। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে উচ্চমানের দুই শতাধিক মডেলের ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্সেস বাজারজাত করছে মার্সেল। আছে ফ্রিজ, এলইডি টিভিসহ অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেস।
মার্সেল কর্তৃপক্ষ জানায়, ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে দুইশোরও বেশি মডেলের ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্সেস সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে যুক্ত হয়েছে বেশকিছু নতুন মডেল ও প্রযুক্তির ফ্রিজ, এলইডি টিভিসহ অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেস। মার্সেল ফ্রিজে নতুন এসেছে ৩২০ লিটার ও ৩৪৮ লিটারের আকর্ষণীয় ডিজাইনের টেম্পারড গ্লাস ডোর রেফ্রিজারেটর। এ ছাড়া ২৮ ইঞ্চি এলইডি টিভিতে ব্ল্যাক ও সিলভার কালারের দুটি নতুন মডেল আনা হয়েছে।
মার্সেল বিপণন বিভাগের কর্মকর্তারা জানান, নতুন নতুন প্রযুক্তি ও মডেলের উচ্চ গুণগতমানের পণ্য আনায় মার্সেল ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের আস্থা বাড়ছে। যার পরিপ্রেক্ষিতে গত বছরের জানুয়ারি থেকে জুন মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে ৭৭ শতাংশ বেশি এলইডি টিভি বিক্রি হয়েছে। বেড়েছে ফ্রিজসহ এসি ও অন্যান্য হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের বিক্রিও। তাই এবার কোরবানির ঈদে গতবারের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মার্সেল। ঈদুল আজহায় গ্রাহকদের হাতে উচ্চমানের ফ্রস্ট, নন-ফ্রস্ট ও ডিপ ফ্রিজ তুলে দিতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মার্সেল। নিজস্ব কারখানায় বাড়ানো হয়েছে উৎপাদন।
মার্সেলের ২১৭ লিটারের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির নন-ফ্রস্ট ফ্রিজ বাজারে ভালো সাড়া ফেলেছে। বিশেষ ডিজাইনে তৈরি বড় ডিপযুক্ত ২১৩ লিটার ও ২২০ লিটারের ফ্রস্ট ফ্রিজও ভালো চলছে। এর ডিপ অংশ বড় হওয়ায় গ্রাহকদের আলাদা করে ডিপ ফ্রিজ কিনতে হবে না। তাই, গ্রাহকপর্যায়ে এই ফ্রিজের চাহিদা অনেক বেশি। এ ছাড়া বাজারে নতুন আসা মার্সেলের স্পেশাল পণ্য টেম্পারড গ্লাস ডোরের রেফ্রিজারেটর ও ৩০০ লিটারের ডিপ ফ্রিজ সাড়া ফেলবে বলে আশা করছেন মার্সেল কর্মকর্তারা।
মার্সেল বিপণন বিভাগের (উত্তর) প্রধান মোশারফ হোসেন রাজীব বলেন, ‘বিশেষ কিছু কারণে মার্সেল পণ্যের বিক্রি উল্লেখযোগ্য হারে বাড়ছে। এর মধ্যে রয়েছে দামে সাশ্রয়ী উচ্চমানের মার্সেল পণ্য দেশেই তৈরি হচ্ছে। তা ছাড়া মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি, বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি, স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং মানুষের মধ্যে ক্রয় প্রবণতা বৃদ্ধি।
মার্সেল বিপণন বিভাগের (দক্ষিণ) প্রধান ড. মো. শাখাওয়াৎ হোসেন বলেন, ‘ঈদে ডিপ ফ্রিজ, সাধারণ ফ্রিজ এবং টেলিভিশনের চাহিদা থাকে বেশি। বাড়তি চাহিদার বিষয়টি মাথায় রেখে ঈদ প্রস্তুতি নিয়ে রেখেছে মার্সেল। ক্রেতাদের চাহিদা পূরণে পর্যাপ্ত মজুদ গড়ে তোলা হয়েছে।’