বাহারি খোঁপা বেঁধে পুরস্কার পেলেন তিনজন

নারীর চুলের বাহারি সাজ নিয়ে প্রসাধন পণ্যের ব্র্যান্ড কুমারিকা আয়োজন করেছিল ‘এই বৈশাখে’ শীর্ষক অনলাইন প্রতিযোগিতা।
এতে অংশ নিতে প্রতিযোগীরা কুমারিকার ফেসবুক পেজে পাঠিয়েছিলেন তাঁদের চুলে বাঁধা নানান ধরনের খোঁপার ছবি। সেখান থেকে ভোটিং এবং লাইকের ভিত্তিতে বিজয়ী হন সাদাপ জাহান দিনা, রৌশন আরা রিমি ও হৃদি।
গত ১৭ জুলাই সেরা খোঁপার এই তিন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন হেমাস কনজ্যুমার ব্র্যান্ডসের ক্যাটেগরি ও বিজনেস ম্যানেজার নুসরাত জাহান।
এ সময় বিজয়ী দিনা বলেন, ‘সাজতে আমার খুব ভালো লাগে। আর সব চেয়ে ভালো লাগে চুলে খোঁপার নানান স্টাইল করতে। সেই ভালোলাগাকে কুমারিকা এভাবে পুরস্কৃত করায়, আমি সত্যি অভিভূত। নারীর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি অধিক সচেতন কুমারিকা ব্র্যান্ড এ ধরনের প্রতিযোগিতার আরো বেশি বেশি আয়োজন করুক। তাহলে আরো বেশি প্রতিযোগী অংশগ্রহণ করার সুযোগ পাবে।’ কুমারিকা’কে ধন্যবাদও জানান তিনি।