আরএফএল চেয়ার কিনুন ২০ শতাংশ ছাড়ে

ঈদুল আজহাকে সামনে রেখে নির্দিষ্ট কয়েকটি ব্র্যান্ডের চেয়ারে ২০ শতাংশ ছাড় দিচ্ছে গৃহস্থালি প্লাস্টিক ও ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকস লিমিটেড।
তবে দোকানে গিয়ে কিনলে এই অফার প্রযোজ্য হবে না। এজন্য আপনাকে অনলাইন শপিং মাধ্যম ‘অথবা ডটকম’-এর মাধ্যমে চেয়ার অর্ডার দিতে হবে।
১০ আগস্ট থেকে শুরু হওয়া এই অফার চলবে ২২ আগস্ট পর্যন্ত।
আরএফএল প্লাস্টিকসের ব্র্যান্ড ম্যানেজার ইসফাকুল হক জানান, অফারের আওতায় রয়েছে আরএফএল, ট্রান্সপা ও অফিসো ব্র্যান্ডের চেয়ারগুলো। আরএফএল ব্র্যান্ডের মধ্যে রয়েছে ইজি চেয়ার, রয়েল রক চেয়ার, স্টিলো চেয়ার, মনস্টার চেয়ার, ক্লাসরুম চেয়ার এবং ওয়েটিং চেয়ার। ট্রান্সপা ব্র্যান্ডের মধ্যে রয়েছে ডিলাক্স, ভেনট্রাল, মুন ও রেস্ট চেয়ার।
আকর্ষণীয় ডিজাইন ও বৈচিত্র্যময় মডেলের কারণে এসব চেয়ার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বলে জানান ইসফাকুল হক। তিনি বলেন, ঈদকে সামনে রেখে ক্রেতারা যেন স্বাচ্ছন্দ্যে পছন্দের চেয়ারটি কিনতে পারেন সে লক্ষ্যেই এ ছাড় দেওয়া হয়েছে।
অফার পেতে নির্ধারিত সময়ের মধ্যে othoba.com-এ সরাসরি পণ্যের অর্ডার দেওয়া যাবে। এখানে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। এ ছাড়া বিকাশে অর্থ পরিশোধ করলে ২০ শতাংশ ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা।
অফারটি পেতে ভিজিট করুন www.othoba.com/rfl-chair-offer এই ঠিকানায়।