২০০ ক্রেতা সিঙ্গার ফ্রিজ পেলেন বিনামূল্যে

ঈদুল-আজহাকে সামনে রেখে চলমান ‘সিঙ্গার ঈদ অফারে সবাই কাত, ৩০০ ফ্রি ফ্রিজে বাজিমাত’ ক্যাম্পেইনের আওতায় আগস্ট মাসের প্রথম তিন সপ্তাহে সিঙ্গার থেকে ফ্রিজ কিনে এখন পর্যন্ত ২০০ জন ক্রেতা তাদের ফ্রিজটি পেয়েছেন একদম ফ্রি।
ক্যাম্পেইনে ফ্রিজ/ফ্রিজার ক্রেতাদের জন্য সিঙ্গার পুরো আগস্ট মাসজুড়ে দিচ্ছে ৩০০ ফ্রি ফ্রিজ/ফ্রিজার।সিঙ্গার ফ্রিজ/ফ্রিজার কিনে ক্রেতা তাঁর নিজস্ব মোবাইল নম্বর থেকে ৬৯৬৯ নম্বরে ম্যাসেজ পাঠিয়ে দিয়ে ক্রয়কৃত ফ্রিজ/ফ্রিজারটির পুরো মূল্য ফেরত পেতে পারেন। এ ছাড়া সিঙ্গার ফ্রিজ/ফ্রিজার ক্রয়ে পাওয়া যাবে ১৫ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। সঙ্গে ফ্রিজ/ফ্রিজার ক্রেতাদের জন্য থাকছে ০% ইন্টারেস্টে ছয় মাস পর্যন্ত নগদ মূল্য পরিশোধ এবং ১২ মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা।
এই ক্যাম্পেইনে সিঙ্গার আরো দিচ্ছে টিভি, মাইক্রোওয়েভ ওভেনসহ সব ধরনের কিচেন অ্যাপ্লায়েন্সে আকর্ষণীয় সব অফার।