বাসাবোতে ‘মিঠাই’-এর শোরুম চালু

সম্প্রতি ঢাকার বাসাবোতে রিটেইল চেইনশপ মিঠাই-এর ২১তম শোরুমের উদ্বোধন করা হয়। ছবি : বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী সব মিষ্টির সমাহার নিয়ে রাজধানীর বাসাবোতে শোরুম চালু করেছে রিটেইল চেইনশপ ‘মিঠাই’। সম্প্রতি ‘মিঠাই’-এর ২১তম শোরুমের উদ্বোধন করা হয়।
শোরুমের উদ্বোধন উপলক্ষে মিষ্টি ও দই কিনলে ছয়দিনব্যাপী ক্রেতারা পাচ্ছেন ১০ শতাংশ ছাড়। মিষ্টি ছাড়াও শন পাপড়ি, বার্গার, চিকেন ফ্রাই, চিকেন নাগেট, চিকেন শর্মা, ফ্রাইড রাইস, কফি, লাচ্ছি, জুস, বেভারেজসহ খাদ্যদ্রব্য শোরুমে পাওয়া যাবে।
মিঠাইয়ের অপারেশন ম্যানেজার আশরাফুল আলম, ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মাদ মুজাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ পারভেজ ও সেলস ম্যানেজার পলাশ সমাদ্দার এ সময় উপস্থিত ছিলেন।
প্রাণ-আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।