‘চলো বিশ্ব দেখি’ বিজয়ীরা পেলেন পুরস্কার

‘চলো বিশ্ব দেখি’ প্রচারাভিযানের (ক্যাম্পেইন) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পাঁচজন বিজয়ী পেয়েছেন বিভিন্ন পুরস্কার।
সম্প্রতি ওমেরা হোম অ্যাপ্লায়েন্স বিজয়ীদের পুরস্কৃত করে। বিজয়ীদের তিনজন ঢাকা-কক্সবাজার-ঢাকা আর দুজন ঢাকা-ব্যাংকক-ঢাকা ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
‘চলো বিশ্ব দেখি’ বিজয়ীরা হলেন, বগুড়ার রফিকুল ইসলাম, ঝালকাঠির নিউটন চৌধুরী, পাবনার শিবলি সাদিক রিয়াদ, ঈশ্বরদীর নৃপেন্দ্রনাথ কুণ্ডু এবং ঢাকার কাজী শিবলু। ওমেরা হোম অ্যাপ্লায়েন্সের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
অনুষ্ঠানে ইস্ট কোস্ট গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজিল চৌধুরী, পরিচালক (করপোরেট প্ল্যানিং) দিলরুবা চৌধুরী, নির্বাহী পরিচালক মাসুদুর রহিম, মহাব্যবস্থাপক (বিজনেস অপারেশনস) নিজাম মোহাম্মদ নুসরাত উল্লাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ইস্ট কোস্ট গ্রুপ দেশের বাজারে ওমেরা ব্র্যান্ডের অধিকতর টেকসই ও উচ্চ মানসম্পন্ন আধুনিক ২৬ টি ভিন্ন মডেলের গ্যাস স্টোভস, কুকার হুড, রাইস কুকার, রেগুলেটরসহ আরো অনেক ধরনের হোম অ্যাপ্ল্যায়েন্স পণ্য বাজারজাত করে আসছে। ওমেরা গ্যাস স্টোভে আছে অত্যাধুনিক ডিজাইনের স্টেইনলেস স্টিল বডি, গ্লাস টপ, সিরামিক ও ট্যাফলন কোটিং-এর বার্নার যা অত্যন্ত মজবুত ও দীর্ঘস্থায়ী, ৩০ শতাংশ গ্যাস সাশ্রয়ী এবং এগুলোতে রয়েছে ৫০ হাজার ‘অটো ইগনিশন।’ ক্রেতারা এক থেকে পাঁচ হাজার টাকার মধ্যে সিঙ্গেল ও ডাবল বার্নার ওমেরা গ্যাস স্টোভ পাচ্ছেন সারা দেশে। এ ছাড়া প্রতিটি পণ্যে দুই বছরের সাভিস ওয়ারেন্টি আছে।
দেশের বাজারে বর্তমানে ওমেরা ব্র্যান্ডের এলপিজি সিলিন্ডার ও এলপি গ্যাস অত্যন্ত সুনামের সঙ্গে বাজারজাত হচ্ছে।