সেলফি তুলে মিলল ভিশনের পণ্য

রমজান উপলক্ষে ভিশন ইলেকট্রনিক্সের সেলফি তোলা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন বিজয়ীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নাশিয়াত আসিফ। তিনি পেয়েছেন ভিশন রেফ্রিজারেটর। দ্বিতীয় হয়েছেন রহমান লামিয়া। তিনি পেয়েছেন ভিশন মাইক্রোওয়েভ ওভেন। তৃতীয় বিজয়ী তমা জামান পেয়েছেন ভিশন ব্লেন্ডার। এ ছাড়া আরশাদ মুরাদ, ফারজানা ববি, অনিকা উলফাত, ফাহমিদা এলাহী অন্তরা, রাধা সেন, রিমি রহমান ও শায়লা ঊর্মি পেয়েছেন ভিশন ব্র্যান্ডের বিভিন্ন ইলেকট্রনিক পণ্য।
এ সময় উপস্থিত ছিলেন ভিশন ইলেকট্রনিক্সের ব্র্যান্ড ম্যানেজার রকিব আহমেদ ও মুহিত চক্রবর্তী।
রমজান উপলক্ষে পরিবারের নারী সদস্যদের সেহরি কিংবা ইফতারের সময় রান্নায় সহায়তা করে সেলফি তোলা প্রতিযোগিতার আয়োজন করে ভিশন ইলেকট্রনিক্স। অংশগ্রহণকারীরা তাদের সেলফি তুলে ভিশন ইলেকট্রনিক্সের ফেসবুক পেজে পাঠিয়ে দিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।
গত ৮ জুন থেকে ২৫ জুন চলা এ প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ১০ হাজার প্রতিযোগী। এদের মধ্যে থেকে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।