যাত্রিকের প্রধান কার্যালয় খুঁজে দিল বিপ্রপার্টি ডটকম

বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট ই-কমার্স এজেন্সি বিপ্রপার্টি ডটকম এবং যাত্রিক প্রোডাকশন লিমিটেড এই প্রথম একসঙ্গে কাজ করেছে।
দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’ ও ‘বিশ্বসংগীত উৎসবে’র আয়োজনের জন্য এরই মধ্যে পরিচিতি পাওয়া যাত্রিক প্রোডাকশন লিমিটেডের নতুন প্রধান কার্যালয় খুঁজে পেতে কাজ করেছে বিপ্রপার্টি ডটকম।
যাত্রিক তাদের নতুন প্রধান কার্যালয় পেয়েছে গুলশান-১-এর নিকেতনে। বিপ্রপার্টি ডটকম প্রপার্টি এজেন্ট হিসেবে যাত্রিক ও প্রপার্টি মালিকের মধ্যে মধ্যস্থতা করেছে। দুই পক্ষের মধ্যে দুই বছরের জন্য ভাড়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তি নবায়নযোগ্য। যাত্রিক প্রোডাকশনস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মিস সাদাফ সাজ সিদ্দিকী এবং প্রপার্টি মালিক হিসেবে মাশি উদ্দিন ফারুক চুক্তিতে স্বাক্ষর করেন।
এ ব্যাপারে যাত্রিক প্রোডাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস সাদাফ সাজ সিদ্দিকী বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিপ্রপার্টি ডটকম সম্পর্কে জেনেছিলাম। কিন্তু একসঙ্গে এটাই আমাদের প্রথম কাজ। এটি আমাদের জন্য একটি খুবই ফলপ্রসূ অভিজ্ঞতা ছিল। বিপ্রপার্টি ডটকম বাজার জ্ঞান ও আলোচনার দক্ষতা ব্যবহার করেছে আমাদের প্রত্যাশা অনুযায়ী সেরা প্রপার্টিটি খুঁজে বের করতে। সর্বোপরি তারা অত্যন্ত ধৈর্যশীল এবং বিনয়ী। তারা সব পরিস্থিতিতে সমাধান খুঁজে পেতে সক্ষম। ভবিষ্যতে আমি আবারও প্রপার্টি ক্রয় বা বিক্রি করলে তারাই আমার প্রপার্টি এজেন্ট হবে।’
বিপ্রপার্টি ডটকমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (করপোরেট সেলস) বলেন, ‘বিপ্রপার্টি ডটকমের সঙ্গে কাজ করায় আমরা আমাদের ক্লায়েন্টদের কাছে খুব কৃতজ্ঞ। ব্যবসায় ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে আমরা ক্লায়েন্টের প্রয়োজনীয়তাগুলো বুঝতে পারি এবং তাঁদের পছন্দসই অবস্থান খুঁজে দিই। যেন তাঁরা আরো ভালোভাবে তাঁদের ব্যবসায়িক কাজকর্ম সম্পাদন করতে পারেন। আমরা আমাদের ক্লায়েন্টদের সব ইতিবাচক অভিজ্ঞতার অংশীদার হতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি।’
বিপ্রপার্টি ডটকম ক্রমাগত সাফল্যের সঙ্গে করপোরেট ও ব্যক্তিগত দুই ধরনের গ্রাহকের সঙ্গেই তালিকায় কাজ করছে। তারা এরই মধ্যে ২০ হাজারের বেশি প্রপার্টির ব্যবস্থাপনা করছে। শিগগির বিপ্রপার্টি ডটকম বাংলাদেশে প্রপার্টি ব্যবস্থাপনা শিল্পের কেন্দ্রীয় অবস্থানে থাকবে।
বিপ্রপার্টি ডটকম ক্রমবর্ধমান চাহিদার আলোকে এরই মধ্যে যথাযথ সেবা দেওয়ার জন্য তাদের করপোরেট সেলস টিমকে বিস্তৃত করছে। তাদের একটি উদ্যমী ও পরিশ্রমী দল ঢাকা ও চট্টগ্রামের গ্রাহকদের জন্য কাজ করছে। তাদের কাছে রয়েছে গ্রাহকদের প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন ধরনের অফিস স্পেসের জন্য ভাড়া এবং বিক্রির অত্যন্ত সমৃদ্ধ ও সর্বাধিক সংখ্যক অনুমোদিত বাণিজ্যিক প্রপার্টির তালিকা।