মিস ওয়ার্ল্ড বাংলাদেশসহ সেরা ৯ জনকে পুরস্কৃত করল ভিশন

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলামসহ ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতার সেরা নয়জনকে পুরস্কৃত করল দেশের জনপ্রিয় ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড ভিশন। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
পুরস্কার হিসেবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলামকে দেওয়া হয় ভিশন ৫৫ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি। প্রথম রানার আপ ফাতেমা তুজ জাহরাকে ৪৩ ইঞ্চি ও দ্বিতীয় রানার আপ যৌথভাবে রুকাইয়া জাহান চমক ও সঞ্চিতা রানী দত্তকে দেওয়া হয় ভিশনের ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি। অন্যদের দেওয়া হয় ভিশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার।
প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে আর এন পাল বলেন, ‘প্রাণ-আরএফএল গ্রুপ তাদের ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে এরই মধ্যে বিশ্বের সামনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে।’ তিনি আশা প্রকাশ করেন, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জেসিয়া ইসলামও বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরতে নিঃসন্দেহে বড় ভূমিকা রাখবেন।
জেসিয়া ইসলাম বলেন, যে কোনো সাফল্যের স্বীকৃতি পাওয়া সত্যিই অনেক আনন্দের। এ জন্য তিনি ভিশন ইলেকট্রনিকসকে বিশেষ ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরএফএল ইলেকট্রনিকসের নির্বাহী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, প্রধান পরিচালন কর্মকর্তা বিপ্লব বিশ্বাস ও মহাব্যবস্থাপক (বিপণন) মাহবুবুল ওয়াহিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজক অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী।
‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’-এর কো-পাওয়ার্ড বাই ছিল দেশের জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ভিশন।