ভ্রাম্যমাণ বাসে আরএফএল পণ্যের প্রদর্শনী

আরএফএলের দুই শতাধিক নতুন পণ্যসহ গৃহস্থালি প্লাস্টিক পণ্যের সঙ্গে ক্রেতাদের পরিচয় করিয়ে দিতে ভ্রাম্যমাণ বাসে পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে প্রায় ৫০০ পণ্য প্রদর্শন করা হচ্ছে।
ডিউরেবল প্লাস্টিকস লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা রাশেদ উল আলম জানান, ক্রেতাদের দৌঁড়গোড়ায় আরএফএলের গৃহস্থালি প্লাস্টিক পণ্য পৌঁছে দেওয়া এ প্রদর্শনীর মূল লক্ষ্য। এখান থেকে ক্রেতারা আরএফএলের সব ধরনের প্লাস্টিক পণ্য সম্পর্কে ধারণা নিতে পারবেন। এ ছাড়া ক্রেতারা সরাসরি পণ্যের অর্ডারও দিতে পারবেন। পরে সেটি হোম ডেলিভারি করা হবে।
গত রোববার (২২ অক্টোবর) রাজধানীর বাড্ডা থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আরএনপাল। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিউরেবল প্লাস্টিকস লিমিটেডের হেড অব অপারেশন তৌকিরুল ইসলাম।
প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।