আড়ংয়ে চলছে ‘বৈশাখ শপ অ্যান্ড ফ্লাই’ অফার

এই বৈশাখে গ্রাহকদের জন্য আড়ংয়ে শুরু হয়েছে ‘বৈশাখ শপ অ্যান্ড ফ্লাই’ অফার।
এই অফরে আড়ং থেকে কেনাকাটা করেই জিতে নিতে পারেন বিলাসবহুলভাবে ইউরোপ ভ্রমণের সুযোগ।
আড়ং ও ইতিহাদ এয়ারলাইনস যৌথভাবে এই ক্যাম্পেইন শুরু করেছে। গত ৮ এপ্রিল শুরু হওয়া অফারটি চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
অফারের শর্ত অনুযায়ী, সর্বোচ্চ পরিমাণ ক্রেতা পাবেন ইতিহাদ এয়ারলাইনসের বিজনেস ক্লাসের একটি যাওয়া আসার টিকেট। যেটি ব্যবহার করে তিনি ইউরোপের যেকোনো গন্তব্যে যেতে পারবেন।
সেইসঙ্গে আড়ংয়ের রিওয়ার্ড পাওয়া সদস্যরা তাঁদের মেম্বারশিপ কার্ড দেখিয়ে ইতিহাদ এয়ারলাইনসের যেকোনো ফ্লাইটে ১৫ শতাংশ ডিসকাউন্টও পাবেন। এই অফার আগামী ১৪ মে পর্যন্ত চলবে বলে আড়ং-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.aarong.com এই ঠিকানায়।