ঈদুল ফিতর ঘিরে আড়ংয়ের আয়োজন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আড়ংয়ে শুরু হয়েছে নতুন সব ডিজাইনের কাপড় ও ইয়কের বেচাকেনা। গ্রাহকরা আড়ংয়ের সব শোরুমসহ ওয়েবসাইটে গিয়ে এগুলো কিনতে পারবেন।
এগুলোর মধ্যে ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, হ্যান্ডলুমসহ বিভিন্ন ধরনের কাপড় থাকবে। যেগুলো কটন, সিল্ক ও মসলিন কাপড়ের মধ্যে পাওয়া যাবে।
এ ছাড়া অ্যাপলিক ও এমব্রয়ডারির নানা রকম ইয়ক পাবেন গ্রাহকরা। সঙ্গে মিলিয়ে থাকছে ওড়না।
আর এই আয়োজন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।