চিনি রপ্তানি করতে ইউরোপে দরপত্র আহ্বান
দেশে বর্তমানে বিপুল পরিমাণ চিনির মজুদ রয়েছে। এ কারণে ৭৫ হাজার টন চিনি বিক্রির জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর কাছে দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। দরপত্র জমার মেয়াদ আগামী ১০ মার্চ শেষ হবে। আজ বৃহস্পতিবার বিএসএফআইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসএফআইসির প্রধান বিপণন কর্মকর্তা মো. মহিবুল্লাহ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের কাছে বর্তমানে এক লাখ ৬৪ হাজার টন চিনি মজুদ রয়েছে। ইউরোপের দেশগুলোর দরপত্র আহ্বান করার কারণ হচ্ছে, ওই অঞ্চলের দেশগুলো উন্নয়শীল দেশের পণ্য কেনার বিষয়ে আগ্রাধিকার দিয়ে থাকে।’
২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি সরকার চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। তবে ২০১২ সালের ১১ সেপ্টেম্বর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চিনি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ওই বছর ২৯ অক্টোবর চিনি রপ্তানির অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।