কারণ ছাড়াই বেড়েছে লিন্ডে বিডির দর
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। এ শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ কোম্পানিটির কাছে চিঠি পাঠায়। জবাবে কোম্পানির পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। আজ মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত চার কার্যদিবসের প্রতিদিনই কোম্পানির শেয়ারের দর বাড়ে। ২ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত এর দর বাড়ে ২১১ টাকা।
গত এক মাসের মধ্যে কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল এক হাজার ১০৫ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ এক হাজার ৩১৭ টাকা ২০ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দরের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৪১ দশমিক ১৬।
কোম্পানিটি ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ঘোষিত ২০০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ৩১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬২ কোটি ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪০ টাকা ৭৪ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭১ টাকা ৩১ পয়সা।

নিজস্ব সংবাদদাতা