পতনের ৪০ মিনিটে লেনদেন ১০৫ কোটি টাকা
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ রোববার (২৫ জানুয়ারি) শুরুর প্রথম ৪০ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ৪০ মিনিটে লেনদেন হয়েছে ১০৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে ওঠে আসে। তবে মুহূর্তের মধ্যে সেই উত্থান ফিরে পতনে। লেনদেন শুরুর প্রথম ৪০ মিনিটে ডিএসইএক্স পতন হয়েছে পাঁচ দশমিক ৩৬ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৯৪ দশমিক ২৪ পয়েন্টে।
আলোচিত সময় ডিএস৩০ সূচক ছয় দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৫৬ দশমিক ২৫ পয়েন্টে। ডিএসইএস সূচক তিন দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২২ দশমিক শূন্য ৯ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৩৫টির ও অপরিবর্তিত রয়েছে ৯৬টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা আনোয়ার গ্যালভানাইজিংয়ের ছয় কোটি ৯৩ টাকা, বিএসআরএম স্টিলের পাঁচ কোটি ৩০ লাখ টাকা, এশিয়া ইন্স্যুরেন্সের পাঁচ কোটি ২৬ লাখ টাকা, খান ব্রাদার্সের চার কোটি ৪৭ লাখ টাকা এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের তিন কোটি ৫৮ লাখ টাকা শেয়ার কেনাবেচা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক