ডিএসইতে সূচক উত্থানেও লেনদেন কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ সোমবারে (২৬ জানুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে আট দশমিক ৪২ পয়েন্ট। গতকাল রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। তবে লেনদেন কমে এদিন ৪৯২ কোটি টাকার ঘরে চলে এসেছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে ওঠে আসে। লেনদেন শুরুর প্রথম আট মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১৩ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর প্রথম ২৯ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে এক পয়েন্ট। পরে সূচকটি উত্থান গতি বাড়ে।
এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয়েছে আট দশমিক ৪২ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৮০ দশমিক ৫৭ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক চার দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ২১ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক দুই দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৯৫০ দশমিক ৩৮ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৫২৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৯ হাজার ২১২ কোটি ১৭ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৮৮ হাজার ৬৫১ কোটি ৭৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৮৯টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৮৫টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডমিনেজ স্টিলের ১৪ কোটি ২২ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৩ কোটি ১৮ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের ১৩ কোটি ১০ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১১ কোটি ৯২ লাখ টাকা, প্রগতি ইন্স্যুরেন্সের ১০ কোটি ৯৩ লাখ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১০ কোটি ২০ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১০ কোটি ১৮ লাখ টাকা, এশিয়া ইন্স্যুরেন্সের ৯ কোটি ৫১ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের আট কোটি ৭৩ লাখ টাকার শেয়ার।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৫৭ শতাংশ। অন্যদিকে, দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক