প্রথম ঘণ্টায় লেনদেন ১২২ কোটি টাকা
প্রধান সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার (২৬ জানুয়ারি) শুরুর প্রথম ৬০ মিনিটে, অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ১২২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে ওঠে আসে। লেনদেন শুরুর প্রথম আট মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ১৩ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর প্রথম ২৯ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে এক পয়েন্ট। পরে সূচকটি উত্থান গতি ফের বাড়ে। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৮৪ দশমিক ৩০ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক তিন দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২১ দশমিক ২৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক এক দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৪৬ দশমিক শূন্য চার পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯৩টির, কমেছে ৮২টির ও অপরিবর্তিত রয়েছে ৯৯টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সাত কোটি ৪০ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের ছয় কোটি ৪১ লাখ টাকা, এশিয়া ইন্স্যুরেন্সের চার কোটি ৬৬ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের চার কোটি ৬২ লাখ টাকা, পেনিনসূলার তিন কোটি ৪৩ লাখ টাকা, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের তিন কোটি ১৯ লাখ টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের তিন কোটি ১২ লাখ টাকা, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের দুই কোটি ৯৪ লাখ টাকা, সোনালী আশের দুই কোটি ৯৩ লাখ টাকা এবং প্রগতি ইন্স্যুরেন্সের দুই কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক