স্যামসাং গ্যালাক্সি জে-১ কিনলে ফ্রিজ উপহার!

এবার ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের বিশেষ উপহার জেতার প্রস্তাব করেছে স্যামসাং ও রবি। স্যামসাং গ্যালাক্সি জে-১ অথবা কোর প্রাইম কিনলে স্যামসাং ফ্রিজ জেতা যাবে। এ ছাড়া থাকবে ১ হাজার টাকা দামের নিশ্চিত ক্যাশব্যাক এবং রবির পক্ষ থেকে বিশেষ বান্ডেল প্রস্তাব। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি জে-১ অথবা কোর প্রাইম- যেকোনো একটি কিনলে একটি স্যামসাং আরটি-৩৬ ফ্রিজ জিতে নেওয়ার সুযোগ পাবেন। ৩৪৫ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ফ্রিজটিতে আছে ডিজিটাল ইনভার্টার টেকনোলজি এবং ১০ বছরের ওয়ারেন্টি। ফ্রিজটি সর্বোচ্চ সাত দিন পর্যন্ত তাজা খাবার সংরক্ষণে সক্ষম। এ ছাড়া ফ্রিজটি ২০ শতাংশের বেশি শক্তি সঞ্চয় ও ৩১ শতাংশ দ্রুত ঠাণ্ডা করতে সক্ষম। ফ্রিজটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কুল প্যাক, যা দশ ঘণ্টারও বেশি সময় ধরে বরফ সংরক্ষণ করে, এলইডি লাইটিং, ইজি স্লাইড এবং অল-আ্যরাউন্ড কুলিং।
এ ছাড়া গ্রাহকরা প্রস্তাবিত পণ্যগুলো কিনলেই পাবেন এক হাজার টাকার নিশ্চিত ক্যাশব্যাক এবং রবির আকর্ষণীয় বান্ডেল প্যাকেজ। কোর প্রাইমের রবি দেবে ১২ হাজার ৯৯০ টাকা সমমূল্যের বোনাস। এর মধ্যে রয়েছে ১৮ জিবি ইন্টারনেট; ৪ হাজার ৫০০ মিনিট (রবি-রবি); ১ হাজার ৮০০ মিনিট (রবি- অন্যান্য অপারেটর) এবং এক হাজার ৫০০ এসএমএস।
গ্যালাক্সি জে-১ এর সাথে রবি দিচ্ছে ১০ হাজার ৯৯০ টাকা সমমূল্যের বোনাস। এর মধ্যে থাকবে ১২ জিবি ইন্টারনেট; তিন হাজার ৬০০ মিনিট (রবি-রবি); এক হাজার ৫০০ মিনিট (রবি- অন্যান্য অপারেটর) এবং এক হাজার ৫০০ এসএমএস।
স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহেদী বলেন, ‘আমরা সবসময় ঈদুল আজহাতে ফ্রিজের চাহিদা বাড়তে দেখি। তাই এই নতুন প্রস্তাব নিয়ে এসেছি।’
এই আফারটি পেতে, গ্রাহকদেরকে মোবাইল ফোনের ইএ (সিরিয়াল নম্বর) এসএমএসের মাধ্যমে লিখে ৬৯৬৯ এই নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে তিনি জানতে পারবেন আরটি ৩৬ রেফ্রিজারেটর বা ১ হাজার টাকা ক্যাশব্যাক - কোনটি জিতেছেন। এই ফিরতি এসএমএসটি দেখিয়ে গ্রাহক তার পুরস্কারটি সংগ্রহ করতে পারবেন। কোর প্রাইমের দাম ১২ হাজার ৯৯০ টাকা এবং গ্যালাক্সি জে১ এর মূল্য ১০ হাজার ৯৯০ টাকা।
নিশ্চিত ক্যাশব্যাকসহ যথাক্রমে এই দুটি ফোনের দাম হচ্ছে ১১ হাজার ৯৯০ টাকা এবং ৯ হাজার ৯৯০ টাকা।
অফারটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে গ্রাহকরা কল করতে পারেন- ০৯৬১২-৩০০-৩০০ নম্বরে অথবা যোগাযোগ করতে পারেন নিকটস্থ স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে।