তিন লাখ ২২ হাজার কৃষককে প্রণোদনা দিচ্ছে সরকার
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশের ১২টি জেলার তিন লাখ ২২ হাজার ৭১০ জন কৃষককে ৩২ কোটি ৪৯ লাখ ৩২০০ টাকা প্রণোদনা দেবে সরকার। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা জানান।
সরকারি প্রণোদনার আওতাভুক্ত জেলাগুলো হচ্ছে- যশোর, খুলনা, বাগেরহাট, নরাইল, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও গোপালগঞ্জ।
এই প্রণদোনায় এক জন কৃষক এক বিঘা জমিতে গম চাষের জন্য ২০ কেজি গম, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। গম আবাদের এক জন কৃষক মোট পাবেন এক হাজার ৪৩৫ টাকা। একইভাবে ভুট্টার জন্য ১৩১৫ টাকা, সরিষার জন্য ৭৬৭ টাকা ৫০ পয়সা, আলুর জন্য দুই হাজার ৭১০ টাকা, খেসারি ডালের জন্য ৭৮৮ টাকা ৫০ পয়সা, ফেলন ডালের জন্য ৮২৫ টাকা এবং গ্রীষ্মাকালীন মুগ ডাল আবাদের জন্য পাবেন ৭৪২ টাকা ৫০ পয়সা।
সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক