একনেকে ৪ উন্নয়ন প্রকল্প অনুমোদন
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তায় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন প্রভাবসহন প্রকল্পসহ মোট চারটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বিষয়ে সাংবাদিকদের জানান।
প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে দুই হাজার ৪৭৪ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে আসবে এক হাজার ৮৯ কোটি ৫৪ লাখ টাকা। প্রকল্প সাহায্য আসবে এক হাজার ৩৮৫ কোটি ৪১ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন ও একটি সংশোধিত প্রকল্প রয়েছে। সংশোধিত প্রকল্প হলো বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন প্রভাবসহন প্রকল্প। এতে ব্যয় হবে ৭১৫ কোটি ৩৭ লাখ টাকা। আগে এর ব্যয় ধরা হয়েছিল এক হাজার ৩৮ কোটি টাকা।
নতুন প্রকল্পগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত তিতাস নদী পুনঃখনন প্রকল্প। এতে ব্যয় হবে ১৫৫ কোটি ৮৮ লাখ টাকা, পদ্মা নদীর ভাঙন হতে রাজশাহী ক্যাডেট কলেজ ও সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা প্রকল্প। এতে ব্যয় হবে ৮৬ কোটি ৭৯ লাখ টাকা। এ ছাড়া ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টার স্থাপন প্রকল্প। এতে ব্যয় হবে এক হাজার ৫১৬ কোটি ৯১ লাখ টাকা।

নিজস্ব সংবাদদাতা