ম্যারিকোর প্রধান পরিচালন কর্মকর্তা সঞ্জয় মিশ্র
ভারত ও বাংলাদেশে ব্যবসা আরো বাড়ানোর লক্ষ্যে ওষুধ ও রসায়ন খাতের বহুজাতিক কোম্পানি ম্যারিকোর ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। এ দুই দেশে প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে সঞ্জয় মিশ্রকে নিয়োগ দিয়েছে কোম্পানিটি।
ইকোনমিকস টাইমস-এর এক প্রতিবেদনে গতকাল বুধবার বলা হয়েছে, ম্যারিকোর পণ্যের জন্য আরো বাজার সৃষ্টি করতে সঞ্জয় মিশ্রকে দায়িত্ব দেওয়া হচ্ছে। কোম্পানির এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ম্যারিকোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সওগতা গুপ্ত বলেন, পণ্যের বাজার দখল ও বিপণনে সঞ্জয় মিশ্রের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় কোম্পানি। অতীতে ম্যারিকোয় তাঁর দারুণ অভিজ্ঞতা রয়েছে। আর পেপসিকোর জ্যেষ্ঠ পরিচালক হিসেবে ২০১৩ সালে তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় কাজ করেছেন।
উল্লেখ্য, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এ দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান। বর্তমানে এর ৩১ কোটি ৫০ লাখ টাকা পরিশোধিত মূলধনের তিন কোটি ১৫ লাখ শেয়ার রয়েছে। গতকাল লেনদেন শেষে এ শেয়ারের দাম দাঁড়িয়েছে এক হাজার ৬২৪ টাকা ৬০ পয়সা।

অর্থনীতি ডেস্ক