উৎসব-পার্বণে বেশি মুনাফার মানসিকতা দূর করুন
বিভিন্ন উৎসব-পার্বণে লাগামহীন মুনাফা অর্জনে ব্যবসায়ীদের মানসিকতার তীব্র সমালোচনা করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, চাহিদার একটা সীমা থাকা উচিত। বেশি মুনাফার মানসিকতা দূর করুন। উৎসব-পার্বণে পণ্যের দাম কমানোর আহ্বান জানান তিনি। গতকাল শনিবার দিবাগত রাতে কিশোরগঞ্জে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি ও পরিচালকদের সংবর্ধনা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন নারীর মধ্যে প্রশিক্ষণসামগ্রী বিতরণ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, সামর্থ্য থাকলেও অনেক ব্যবসায়ী আয়কর দিচ্ছেন না। অনেকেই ব্যবসা করে নামে-বেনামে কোটি কোটি টাকা আয় করেন, একাধিক বাড়ি-গাড়ি রয়েছে, তবে আয়কর দিতে চান না। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ব্যবসায়ীদের আয়কর দেওয়া উচিত।
প্রতিমন্ত্রী বলেন, ব্যাংকে বর্তমানে প্রচলিত উচ্চ সুদের হার দেশের ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে বাধা সৃষ্টি করছে। ব্যবসায়ীদের স্বার্থে সুদের হার কমানো উচিত।
অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদসহ অন্য পরিচালকদের সংবর্ধিত করা হয়। এ ছাড়া কিশোরগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক প্রদত্ত দুই মাসের প্রশিক্ষণ পাওয়া ৪০ জন নারীকে প্রশিক্ষণসামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বাদল রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল মান্নান ও এফবিসিসিআই পরিচালক গাজী গোলাম আসরিয়াও বক্তব্য রাখেন।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ