রানার অটোমোবাইলসের সঙ্গে গ্রে অ্যাডভার্টাইজিংয়ের চুক্তি

বাংলাদেশের সর্বপ্রথম মোটরবাইক ম্যানুফ্যাকচারার ও এক্সপোর্টার রানার অটোমোবাইলস লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড। রাজধানীর তেজগাঁওয়ে রানার অটোমোবাইলস লিমিটেডের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং পার্টনার এবং কান্ট্রি হেড সৈয়দ গাউসুল আলম শাওন এবং রানার অটোমোবাইলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রিয়াজুল চৌধুরী চুক্তিটি স্বাক্ষর করেন।
চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রানার গ্রুপের মার্কেটিং ডিরেক্টর আমিদ সাকিফ খান ও রানার অটোমোবাইলস লিমিটেডের অ্যাসিস্টেন্ট ম্যানেজার শিবলী আহমেদ। এই চুক্তিপত্র অনুযায়ী রানার অটোমোবাইলস লিমিটেড এবং বিজ্ঞাপনী সংস্থা গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড এখন থেকে এক সঙ্গে কাজ করবে।
গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।