সমৃদ্ধি সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ
বাসযোগ্যতার মাপকাঠিতে গত বছরের চেয়ে ২০১৫ সালে বাংলাদেশের এক ধাপ অগ্রগতি হয়েছে। তবে সাত বছর আগের তুলনায় পিছিয়ে গেছে। সম্প্রতি লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লেগাটাম ইনস্টিটিউট তাদের সমৃদ্ধি সূচক মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
সমৃদ্ধি সূচকে ১৪২টি দেশকে মূল্যায়ন করা হয়েছে। এই সূচকে আটটি উপসূচক হিসাব করতে ৮৯টি চলককে বিবেচনা করা হয়েছে। উপসূচকগুলোর মধ্যে রয়েছে—অর্থনীতি, ব্যবসায় উদ্যোগ ও সুযোগ, শাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সুরক্ষা, ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক মূলধন।
২০১৫ সালে সমৃদ্ধি সূচক মূল্যায়ন করতে নেওয়া ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৩তম। গত বছর ছিল ১০৪তম। তবে ২০০৯, ২০১০ ও ২০১১ সালে ৯৫তম এবং ২০১২ ও ২০১৩ সালে ১০৩তম ছিল এ দেশের অবস্থান। ফলে গত সাত বছর আগের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
এবার শুধু ব্যক্তিস্বাধীনতা উপসূচকে এগিয়েছে বাংলাদেশ। সামাজিক মূলধনের ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।
সমৃদ্ধি সূচকে বরাবরের মতো প্রথম স্থান দখলে রেখেছে নরওয়ে। আর এ তালিকায় ১৪২তম অবস্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। অর্থাৎ লেগাটাম ইনস্টিটিউটের মূল্যায়নে সার্বিক সমৃদ্ধি হওয়ায় বাসযোগ্যতায় সবচেয়ে ওপরে রয়েছে নরওয়ে।
সমৃদ্ধি সূচকে শীর্ষে থাকা অন্য দেশগুলো হচ্ছে—সুইজারল্যান্ড (দ্বিতীয়), ডেনমার্ক (তৃতীয়), নিউজিল্যান্ড (চতুর্থ), সুইডেন (পঞ্চম), কানাডা (ষষ্ঠ), অস্ট্রেলিয়া (সপ্তম), নেদারল্যান্ডস (অষ্টম), ফিনল্যান্ড (নবম) ও আয়ারল্যান্ড (দশম)।
সমৃদ্ধি সূচক বিবেচনায় বাংলাদেশ অর্থনীতি উপসূচকে ৭৭তম, ব্যবসায় উদ্যোগ ও সুযোগে ১০৫তম, শাসনে ৯৮তম, শিক্ষায় ৯৭তম, স্বাস্থ্যে ৯৮তম, নিরাপত্তা ও সুরক্ষায় ১০৭তম, ব্যক্তিস্বাধীনতায় ৫২তম ও সামাজিক মূলধনের ক্ষেত্রে ১৩৭তম অবস্থানে রয়েছে।
সমৃদ্ধি সূচক মূল্যায়ন তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ৮৯তম, ভারত ৯৯তম, পাকিস্তান ১৩০তম ও আফগানিস্তান ১৪১তম দেশ হিসেবে অবস্থান করছে।

অর্থনীতি ডেস্ক