অক্টোবরে মূল্যস্ফীতি কমেছে
দেশে চলতি বছরের অক্টোবর মাসে সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৯ শতাংশ। গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২৪ শতাংশ।
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার একনেক বৈঠকে শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাসিক মূল্যস্ফীতির এ হালনাগাদ তথ্য তুলে ধরেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে পণ্যের দাম কম থাকায় অক্টোবরে দেশের বাজারে মূল্যস্ফীতি কমেছে। চলতি বছর আমাদের প্রাক্কলিত মূল্যস্ফীতি ধরা হয়েছে ৬ দশমিক ২ শতাংশ। বছরের শুরু থেকে আমরা এ ধারা ধরে রেখেছি। আগামী মাস থেকে শীতকালীন সবজির কারণে মূল্যস্ফীতি আরো কমবে।’
বিবিএসের মূল্যস্ফীতির তথ্য পর্যালোচনা করে দেখা যায়, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে অক্টোবরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৯ শতাংশ। সেপ্টেম্বরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৯২ ভাগ। অক্টোবরে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ। সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৭৩ শতাংশ।
গ্রামে সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ, তা অক্টোবরে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। সেপ্টেম্বরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ২৬ শতাংশ, অক্টোবরে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ২৩ ভাগ। এ ছাড়া খাদ্যবহির্ভূত পণ্যে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৯৯ শতাংশ, অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯০ শতাংশ।
শহরেও মূল্যস্ফীতি হার সব ক্ষেত্রেই কমেছে। শহরে অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৯১ শতাংশ। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত পণ্যে ৬ দশমিক ৩৩ শতাংশ।
বিবিএসের মজুরি সূচক পর্যালোচনা করে দেখা যায়, সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে সাধারণ মজুরি সূচক কমেছে। সেপ্টেম্বরে মজুরি সূচক ছিল ৭ দশমিক ২০ শতাংশ, যা অক্টোবরে দাঁড়ায় ৭ দশমিক ১১ শতাংশ।

নিজস্ব সংবাদদাতা