কেজিপ্রতি ২২ টাকা দরে ধান কিনবে সরকার
চলতি বছরে কৃষকের কাছ থেকে ২২ টাকা কেজিতে ধান ও ৩২ টাকা কেজিতে চাল কিনবে সরকার। এ দরে ১০ লাখ টন ধান ও ১ লাখ টন চাল সংগ্রহ করা হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, পহেলা মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত এসব পণ্য কেনা হবে।
মন্ত্রী জানান, এ বছর প্রতি কেজি ধানের উৎপাদন খরচ ২০ টাকা হতে পারে। আর চালের ক্ষেত্রে তা হবে প্রতি কেজিতে ২৭ টাকা।
কামরুল ইসলাম বলেন, ২০১৪ সালে বোরো মৌসুমে সরকার ১০ লাখ ৬০ হাজার টন চাল সংগ্রহ করে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, সরকার আমন মৌসুমে ৩ লাখ ১৯ হাজার ৯৭৭ টন চাল সংগ্রহ করেছে। তিনি আরও বলেন, বোরো মৌসুমে ১ কোটি ৯০ লাখ টন শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এটা গত মৌসুমে উৎপাদিত ১ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টনের চেয়ে ২ শতাংশ বেশি।
বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ৪ লাখ ৭৮ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের মে থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত ৩ কোটি ৪৬ লাখ টন প্রক্রিয়াজাত চাল উৎপাদিত হয়। এর আগের বছরে একই সময়ে উৎপাদিত হয়েছিল ৩ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টন। ২০১৫ সালে বাংলাদেশ ৬ লাখ টন চাল আমদানি করবে যা ২০১৪ সালে আমদানিকৃত চালের চেয়ে ২০ শতাংশ কম। গত বছর আমদানি হয়েছিল ৭ লাখ ৫১ হাজার টন চাল।