তথ্যপ্রযুক্তি খাতকে শেয়ারবাজারে আনতে চায় সরকার

তথ্য ও প্রযুক্তি খাতের ছোট ছোট কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে ইক্যুইটি ফান্ডের ব্যবস্থা করা হবে। পরিশোধিত মূলধনের পরিমাণ ৪০ কোটি টাকার কম, এমন কোম্পানিকে শেয়ারবাজারে আনতে সহায়তা করবে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এরই মধ্যে এ-সংক্রান্ত একটি কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জ কার্যালয়ে ‘ডিএসই ইনফো’ নামে মোবাইল অ্যাপ উদ্বোধন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, মোবাইল অ্যাপ চালুর মাধ্যমে বিনিয়োগকারীরা সরাসরি শেয়ারবাজারের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। এ ক্ষেত্রে ডিএসইর অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। অ্যানড্রয়েড ফোনে এ অ্যাপ ব্যবহার করা যাবে।
পর্যায়ক্রমে ডিএসই ও আইসিটি বিভাগের সমন্বয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি ট্রেড করার ব্যবস্থা করা হবে। একজন বিনিয়োগকারী যাতে অ্যাপ ব্যবহারের মাধ্যমে শেয়ার কেনাবেচা করতে পারে, সেই ব্যবস্থা করা হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রযুক্তির বিস্তার যখন সারাবিশ্বে; তখন বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে। বাংলাদেশও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। উন্নত দেশগুলো যে তথ্যপ্রযুক্তি সেবা ব্যবহার করছে দেশ ও মানুষের উন্নতিতে তার চেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করছি। বর্তমানে ওয়েবসাইট থেকে অ্যাপ প্রবর্তনের কাজ চলছে।
আগামী দিনের নিজস্ব জনশক্তি তৈরি করতে সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে মোবাইল অ্যাপ তৈরির জন্য প্রশিক্ষিত করা হয়েছে। তাদের থেকে বাছাই করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৫০০টি অ্যাপ তৈরি করছে। তার মধ্যে ডিএসইর একটি।
গত সাড়ে ছয় বছরে তথ্যপ্রযুক্তির প্রসারে গ্রাম ও শহরের দূরত্ব দূর হয়েছে। সরকারি কার্যালয়ে দুর্নীতি সহনশীল পর্যায়ে নিয়ে আসা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী জানান, ডিএসইর অ্যাপ শেয়ারবাজারকে আরো গতিশীল করবে। বিনিয়োগকারীরা ব্রাউজার ছাড়াই ডিএসইর ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা জানান, ডিএসইর অ্যাপ বিনিয়োগকারীদের তথ্য পাওয়ার বিষয়টি সহজ করে দেবে। ভবিষ্যতে যাতে অ্যাপ ব্যবহার করে বিনিয়োগকারী সরাসরি লেনদেন করতে পারেন, সে ব্যবস্থাও করা হবে।
ডিএসইর স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. এম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডিএসইর পরিচালক শাকিল রিজভী, রেজাউর রহমান, মিনা মাসুদুজ্জামান, আশরাফ আবির প্রমুখ।