বরিশালে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন, কর্মবিরতি
অষ্টম জাতীয় বেতন কাঠামোয় কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা ও কর্মকর্তাদের অবমাননার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল বরিশাল শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, পদমর্যাদা অক্ষুণ্ণ রাখতে কেন্দ্রীয় ব্যাংকের জন্য একটি পৃথক বেতন কাঠামো তৈরি করতে হবে। তাদের দাবি না মানলে আন্দোলন চলতেই থাকবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
বরিশাল শাখার সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ওমর ফারুক মোল্লা, সহসভাপতি বেবী রানী, ব্যাংকের ডিজিএম মো. মিজানুর রহমান প্রমুখ।