জাল নোট শনাক্তকরণ ও প্রচলন প্রতিরোধে আইএফআইসি ব্যাংকের কর্মশালা
রাজশাহীতে জাল নোট শনাক্তকরণ ও প্রচলন প্রতিরোধে এক হাজার ৪০০ এর বেশি আইএফআইসি ব্যাংকের শাখা-উপশাখা নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৫ মে) রাজশাহীর একটি স্থানীয় মিলনায়তনে ব্যাংকের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক রূপরতন পাইন, রির্সোস পারসন ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক মো. মোতাহার হোসেন ও সহকারী পরিচালক মো. শামিম হোসেন।
এ সময় আইএফআইসি ব্যাংকের হেড অব কারেন্সি ম্যানেজমেন্ট উইলিয়াম চৌধুরী, রাজশাহী শাখা-ব্যবস্থাপক রবিউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।