মানবসম্পদ মন্ত্রণালয় গঠনের আহ্বান

দেশে মানবসম্পদ মন্ত্রণালয় গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) লাইফ ফেলো মাশেকুর রহমান খান। তিনি বলেন, জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে পারলে বাংলাদেশ শুধু মধ্যম আয়ের দেশ নয়, স্থান পাবে ধনী দেশের তালিকায়।
বিএসএইচআরএম-মেটলাইফ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন-২০১৬ উপলক্ষে আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় এ আহ্বান জানান মাশেকুর রহমান খান। তিনি সংগঠনটির পঞ্চম আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলনের চেয়ারম্যান।
বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের এক হাজার ৮০০ মানবসম্পদ বিভাগের পেশাজীবীর সমন্বয়ে বিএসএইচআরএম সংগঠনটি পরিচালিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১১ মার্চ রাজধানীর শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পঞ্চম বিএসএইচআরএম-মেটলাইফ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।
এই সম্মেলনে অতিথি বক্তা হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ান হিউম্যান রিসোর্স ইনস্টিটিউটের সিইও লিন গুডিয়ার, ওয়ার্ল্ড ফেডারেশন অব পিপল ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের সদ্য বিদায়ী সভাপতি আরনেস্তো জি এস্পিনোসা, ন্যাশনাল ইনস্টিটিউট অব পারসোনাল ম্যানেজমেন্টের ভারতের সভাপতি সোমেস দাসগুপ্তা, সিঙ্গাপুর হিউম্যান রিসোর্স ইনস্টিটিউটের সভাপতি এরমান টান, হংকং ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সভাপতি ডেভিড লি, জাপান সোসাইটি ফর এইচআর ম্যানেজমেন্টের পরিচালক ইউ জি মিসরো, ইনস্টিটিউট অব পারসোনাল ম্যানেজমেন্টের শ্রীলঙ্কার সভাপতি রোহিতা আমারপালা, মালয়েশিয়ান ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সভাপতি আরেসানদিরান ও এপিএফএইচআরএম ও বিএসএইচআরএমের সভাপতি মো. মোশাররফ হোসেন।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২৫টি দেশ অংশ নেবে এই সম্মেলনে। আর ১২ মার্চ ঢাকার ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হবে এশিয়া প্যাসিফিক ফেডারেশন অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের বোর্ড সভা।
আন্তর্জাতিক এই সম্মেলনের মিডিয়া পার্টনার এনটিভি।