কেয়া কসমেটিকসের এজিএম কাল

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গাজীপুরের কোনাবাড়ীতে কোম্পানিটির ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কেয়া কসমেটিকস কর্তৃপক্ষ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরেও কোম্পানিটি ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়। ওই হিসাব বছরে এর কর-পরবর্তী মুনাফা ছিল ২৭ কোটি এক লাখ টাকা।
গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দর ছিল ১২ টাকা ও সর্বোচ্চ ১২ টাকা ৯০ পয়সা।
কোম্পানিটি ২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর মোট শেয়ারের মধ্যে ৬৯ দশমিক ৫৪ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ছয় দশমিক ২১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ২৪ দশমিক ২৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে।