জোভাগো বাংলাদেশের নতুন এমডি কায়েস আলী

কায়েস আলী। ছবি : সংগৃহীত
জোভাগো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন কায়েস আলী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জোভাগোতে যোগ দেওয়ার আগে কায়েস আলী হোটেল আগ্রাবাদের ব্র্যান্ডিং ও মার্কেটিং বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
কায়েস আলী জোভাগো বাংলাদেশের প্রথম ব্যবস্থাপনা পরিচালক সারজিল হান্নানের পরিবর্তে নিযুক্ত হয়েছেন।
জোভাগো বাংলাদেশ (Jovago.com) দেশের প্রথম সারির ও অগ্রগামী হোটেল বুকিং প্ল্যাটফর্ম। এটি একটি রকেট ইন্টারনেট এআইজির উদ্যোগ। আফ্রিকার সর্ববৃহৎ হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগো।
জোভাগো এশিয়ায় ৮০ হাজার ও আফ্রিকায় ২৫ হাজারের বেশি হোটেলের বুকিং সেবা দিয়ে থাকে। বিশ্বের দুই লাখ হোটেলে সেবা দেয় জোভাগো।