এনসিসি নারী ব্যাংকিং পরমার অধীনে নতুন চার প্রডাক্ট চালু

দেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তি ও ভূমিকার কথা বিবেচনা করে এবং নারী গ্রাহক ও উদ্যোক্তাদের সহযোগিতার উদ্দেশ্যে এনসিসি নারী ব্যাংকিং ‘পরমা’র অধীন আকর্ষণীয় সুদ হারে ‘পরমা পাওয়ার সেভার অ্যাকাউন্ট, পরমা পে-রোল অ্যাকাউন্ট, পরমা নারী সমতা অ্যাকাউন্ট এবং পরমা এফডিআর’ নামে নতুন চারটি প্রোডাক্ট চালু করেছে।
সম্প্রতি সিলেটের হবিগঞ্জে দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মীর সাজেদ উল বাসার এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন নারী ব্যাংকিং এনসিসি পরমার নতুন চারটি প্রোডাক্টের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।