উত্তরায় ডেইলি শপিংয়ের নতুন আউটলেট উদ্বোধন
নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালিপণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে রাজধানীর উত্তরায় আরো একটি আউটলেট চালু করল রিটেইল চেইনশপ ডেইলি শপিং।
সম্প্রতি উত্তরায় ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে নতুন এ আউটলেটের উদ্বোধন করেন ডেইলি শপিংয়ের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম। এটি দিয়ে ডেইলি শপিংয়ের আউটলেট দাঁড়াল ২৮টিতে।
মিডিয়া ব্যবস্থাপক কে এম জিয়াউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশুখাদ্য, বেভারেজ ও প্লাস্টিক পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্য পাওয়া যাবে উত্তরার এ আউটলেটে।
সাইফুল ইসলাম বলেন, ডেইলি শপিংয়ে ক্রেতারা পাচ্ছেন ন্যায্যমূল্যে পণ্য কেনার সুযোগ। পাশাপাশি রয়েছে ফ্রি হোম ডেলিভারি ও ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় ও মেম্বারশিপের ব্যবস্থা। এ ছাড়া ডেইলি শপিংয়ে রয়েছে নগদ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার।
সাইফুল ইসলাম জানান, দেশের সব জায়গায় ক্রেতাদের আধুনিক বাণিজ্যের সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডেইলি শপিং। শিগগিরই উত্তরায় ৯ ও ১৪ নম্বর সেক্টরে আরো দুটি ডেইলি শপিংয়ের আউটলেট চালু করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি শপিংয়ের সাইট অ্যাকুইজেশন ম্যানেজার জহিরুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার সাইদুর রহমান, সাপ্লাই চেইন ম্যানেজার মাহবুব আলম, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মিরাজ সরকার।
উল্লেখ্য, রাজধানীর মধ্যবাড্ডা, বনশ্রী, নিকুঞ্জ, মিরপুর, মোহাম্মদপুর, শঙ্কর, ধানমণ্ডি, বাসাবো, খিলগাঁও ও মধুবাগে ডেইলি শপিংয়ের আউটলেট চালু রয়েছে।