ফরিদপুরে জ্বালানি তেল সংকট, দুর্ভোগ ভোক্তাদের
ফরিদপুরের বিভিন্ন পাম্প থেকে পর্যাপ্ত জ্বালানি তেল সংগ্রহ করা যাচ্ছে না। এতে দুর্ভোগে পড়ছেন ভোক্তারা। সরকার জ্বালানি তেলের দাম কমানোর কথা বললেও তা কার্যকর কবে হবে, তা জানানো হয়নি। এতে লোকসান এড়াতে পাম্প মালিকরা পর্যাপ্ত তেল সরবরাহ করছেন না।
ভুক্তভোগীরা জানান, তেল নিতে এলে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। পাম্পে পর্যাপ্ত তেল নেই বলে জানিয়ে দেওয়া হচ্ছে।
তবে পাম্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়, সরকার তেলের দাম কমানোর ঘোষণা দেবে বলেছে। কবে থেকে তা কার্যকর করা হবে, তা উল্লেখ করা হয়নি। তাই সম্ভাব্য লোকসান এড়াতে পাম্প মালিকরা অল্প পরিমাণ তেল সংগ্রহ করছেন। এতে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা যাচ্ছে না।
খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন যানবাহন মালিক ও চালকরা তেল সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়ছেন। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন কৃষকরা। তাঁরা সময়মতো কৃষিজমিতে সেচ দিতে পারছেন না তেলের অভাবে। সরকার দাম কমানোর ইঙ্গিত দিলেও গ্রামের দোকানগুলোতে প্রতি লিটার ডিজেলের দাম নেওয়া হচ্ছে নির্ধারিত দামের চেয়ে সাত থেকে আট টাকা বেশি। ডিজেলের অভাবে অনেক কৃষক জমিতে চাষ দিতে পারছেন না।