এডিসন গ্রুপ ও জভিসন টেকনোলজিসের পার্টনার কনফারেন্স

এডিসন গ্রুড ও জভিসন টেকনোলজিস যৌথভাবে আয়োজন করল পার্টনার কনফারেন্স – ২০১৬।
এই অনুষ্ঠানে বক্তারা তাঁদের নতুন নতুন সব টেকনোলজি নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন জভিসন টেকনোলজিস লিমিটেডর পক্ষ থেকে ফরেন ট্রেড ডিরেক্টর পিটার ঝ্যাং।
জভিসন টেকনোলজিস লিমিটেড এর সেলস ম্যানেজার এ্যামি চ্যাং, টেকনিকাল ম্যানেজার লিওনার্দো। এডিসন গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।