রূপালী ব্যাংকের পর্ষদ সভা ২৩ জুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৩ জুন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এ সভায় কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৯৯ পয়সা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৩ টাকা ৪৭ পয়সা।
১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় রূপালী ব্যাংক। বর্তমানে এর মোট ২৪ কোটি ৩৩ হাজার ৭৫০টি শেয়ার রয়েছে।
গত এক মাসের ব্যাংকটির শেয়ার সর্বনিম্ন ২৪ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ২৯ টাকায় লেনদেন হয়।