ইনসাইডার ট্রেডিংয়ের প্রভাব নিয়ে সেমিনার
শিক্ষাবিদ, প্রয়োগকারী সংস্থাসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়ে ইনসাইডার ট্রেডিং এবং করপোরেট প্রফিটিবিলি শীর্ষক সেমিনার আয়োজন করে অ্যাকাউন্টিং রিসার্চ ইনিশিয়েটিভ (এআরআই)। সেমিনারে অংশগ্রহণকারীরা বাংলাদেশের উদীয়মান অর্থনীতি, করপোরেট কর্মদক্ষতা, বাজার দক্ষতা এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থার ওপর ইনসাইডার ট্রেডিংয়ের প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধীনস্থ এআরআইয়ের উদ্যোগে এমবিএ ভবনে এ গবেষণা সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর মাকসুদুর রহমান সরকার। এআরআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারের সূচনা বক্তব্যে এআরআইয়ের পরিচালক প্রফেসর ড. মো. সাইফুল আলম অ্যাকাউন্টিং রিসার্চ ইনিশিয়েটিভের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি গবেষণা ও বাস্তব প্রয়োগের মধ্যে সেতুবন্ধন তৈরিতে, প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সহায়তা প্রদান এবং বাংলাদেশের পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে একাডেমিক-নিয়ন্ত্রক সংলাপের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউজিল্যান্ডের ম্যাসি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক আহসান হাবিব। তার উপস্থাপনায় ইনসাইডার ট্রেডিংয়ের লাভজনকতা সম্পর্কিত সাম্প্রতিক গবেষণা ফলাফল, করপোরেট সুশাসনের ভূমিকা এবং ন্যায়সঙ্গত ও স্বচ্ছ পুঁজিবাজার নিশ্চিত করতে করপোরেট সংস্কৃতির বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন এআরআইয়ের সহযোগী পরিচালক আল-আমিন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রকিবুর রহমান, দুর্নীতি দমন কমিশনের (এসিসি) মানিলন্ডারিং বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সাধারণ সম্পাদক আহসান হাবিব।
আলোচনায় আল-আমিন পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে ফিন্যান্সিয়াল লিটারেসির ঘাটতির বিষয়টি তুলে ধরেন এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট গভর্ন্যান্স শক্তিশালীকরণে স্বাধীন পরিচালকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অন্যান্য আলোচকরা ইনসাইডার ট্রেডিং শনাক্তকরণ, বাজার তদারকি জোরদার এবং নৈতিক করপোরেট আচরণ উন্নয়নে নিয়ন্ত্রক, প্রয়োগকারী ও গণমাধ্যমের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সেমিনারে শিক্ষক, গবেষক, পুঁজিবাজার সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক