লাফার্জ সুরমার এজিএম কাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্টের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল বুধবার বেলা ১১টায় রাজধানীর মহাখালীর ভিআইপি রোডে রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিটির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এর আগে কোম্পানিটির এজিএম গত ১৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির কর্তৃপক্ষ ৫ শতাংশ চূড়ান্ত ও ৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।
২০১৪ সালের জন্যও কোম্পানির পক্ষ থেকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল।
লাফার্জ সুরমা ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর অনুমোদিত মূলধন এক হাজার ৪০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন এক হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা। মোট শেয়ার ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৬৪ দশমিক ৬৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৪ দশমিক ২৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ১ দশমিক ৪২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ১৯ দশমিক ৬১ শতাংশ শেয়ার আছে।
গত এক মাসের মধ্যে লাফার্জ সুরমার শেয়ার সর্বনিম্ন ৬৯ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ৭৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।