ঈদের কারণে টানা আটদিন বন্ধ আখাউড়া স্থলবন্দর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আটদিনের ছুটির ফাঁদে পড়েছে দেশের অন্যতম রপ্তানিমুখী বন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর।
ছুটির কারণে আজ শনিবার থেকে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
এ বিষয়ে আখাউড়া স্থল বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, ঈদের কারণে আজ থেকে আগামী আটদিন বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এই আটদিন ভারতের ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো দিয়ে কোনো ধরনের পণ্য আমদানি বা রপ্তানি করা যাবে না। ১৮ সেপ্টেম্বর থেকে ঈদের ছুটি শেষে বন্দর খোলার পর আবারো বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানান তিনি।