সিইপিজেডে ইয়াংওয়ান কারখানায় আগুন
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ইয়াং ওয়ানের একটি কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। আজ রোববার ভোর ৪টায় এ ঘটনা ঘটে। সকাল ৮টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ইয়াং ওয়ানের কারখানার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার একটি অংশ পুড়ে গেছে। আগুনে কারখানার ডকুমেন্টস, কাটিং মেশিন, রং মেটেরিয়ালসসহ গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ সম্ভব হয়নি।
সিইপিজেডের ব্যবস্থাপক খুরশিদ আলম জানান, ইয়াংওয়ান কারখানার বহির্বিভাগের এয়ার কুলিং সিস্টেম আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময় বিদ্যুৎ না থাকা ও শেষ রাতে অগ্নিকাণ্ডের কারণে ফায়ার সার্ভিসের দীর্ঘ সময় লেগেছে বলে জানান তিনি।