জেসিআই ঢাকা অ্যাচিভার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গত ২৬ নভেম্বর রাজধানীর বারিধারায় অ্যাসকট দ্য প্যালেসে জেসিআই ঢাকা অ্যাচিভার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেসিআই ঢাকা অ্যাচিভার্সের ২০১৭ সালের নতুন বোর্ড নির্বাচিত করার মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হয়।
২০১৭ সালের জন্য লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান, যিনি ২০১৬-তে জেসিআই ঢাকা অ্যাচিভার্সের লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এম উমাইর করিম ২০১৭-এর জন্য লোকাল ভাইস প্রেসিডেন্ট, মিস সৈয়দা ফাতেমা তুজ জোহরাকে লোকাল সেক্রেটারি জেনারেল, শাখাওয়াত হোসেনকে জেনারেল লিগ্যাল কাউন্সিল এবং রবিউল ইসলামকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়া ২০১৭ সালের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন সাবা বিনতে আমিন, ফয়সাল আহমেদ, মোস্তাক আহমেদ ও শফিকুল আলম। সভা শেষে ২০১৭ সালের বোর্ড সদস্যরা শপথ গ্রহণ করেন।
জেসিআই ঢাকা অ্যাচিভার্সের প্রতিষ্ঠাতা ও লোকাল প্রেসিডেন্ট ২০১৬ ইসমত জাহান বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন। সভায় জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন মামুন, ন্যাশনাল গভর্নিং বডির সদস্য, জেসিআই ভাইস প্রেসিডেন্ট আমজাদ হোসেন এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
জেসিআই ঢাকা অ্যাচিভার্স সমাজে ইতিবাচক পরিবর্তন তৈরির পরিপ্রেক্ষিতে সাফল্যের সঙ্গে তাদের দুই বছরের যাত্রা সম্পন্ন করল। সবশেষে সংগীত পরিবেশনা ও অ্যাচিভার্সদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বার্ষিক সাধারণ সভার ইতি টানা হয়।