দেশের বাজারে এলো বিশ্বমানের ওমেরা গ্যাস স্টোভ

বাজারে এসেছে বিশ্বমানের গৃহস্থালি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওমেরার গ্যাস স্টোভ। অত্যন্ত মজবুত ও দীর্ঘস্থায়ী এই গ্যাস স্টোভ বাংলাদেশের বাজারে এনেছে ইস্ট কোস্ট গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইস্ট কোস্ট গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড দেশে অধিকতর টেকসই ও উচ্চমানসম্পন্ন আধুনিক গ্যাস স্টোভ বিপণনের এই কথা জানায়।
এ সময় ওমেরা গ্যাস স্টোভের কার্যকারিতা, বৈশিষ্ট্য ও গুণমান তুলে ধরেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তানজিল চৌধুরী।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ওমেরা গ্যাস স্টোভে রয়েছে অত্যাধুনিক ডিজাইনের স্টেইনলেস স্টিল বডি, গ্লাসটপ, সিরামিক ও টেফলনের কোটিং। এক, দুই ও তিন বার্নার-বিশিষ্ট এই গ্যাস স্টোভগুলো বাজারের অন্যান্য গ্যাস স্টোভের চেয়ে অনেক বেশি মজবুত ও দীর্ঘস্থায়ী।
ওমেরা গ্যাস স্টোভ তৈরি হয় ৫৫ হাজার বর্গফুটের অত্যাধুনিক সুপরিসর কারখানায়। যেখানে প্রতি মাসে এক লাখ ইউনিট গ্যাস স্টোভ উৎপাদিত হয়।
সংবাদ সম্মেলনে ইস্ট কোস্ট গ্রুপ অব কোম্পানি লিমিটেডের করপোরেট প্ল্যানিং বিভাগের পরিচালক দিলরুবা চৌধুরী, বিজনেস অপারেশনস বিভাগের মহাব্যবস্থাপক নিজাম মোহাম্মদ নুসরাত উল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নিজের বক্তব্যে নিজাম মোহাম্মদ নুসরাত উল্লাহ বলেন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, সেরা মান, গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দেশের হোম অ্যাপ্লায়েন্স বা গৃহস্থালি সামগ্রীর বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হওয়াই তাঁদের লক্ষ্য। আর এ লক্ষ্য নিয়েই ওমেরা গ্যাস স্টোভ বিপণনের কাজ শুরু করেছেন তাঁরা।
এই মুহূর্তে দেশের বাজারে বর্তমানে ওমেরা ব্র্যান্ডের এলপিজি সিলিন্ডার ও এলপি গ্যাস সুনামের সঙ্গে ব্যবসা করছে। শিগগিরই আন্তর্জাতিক মানসম্পন্ন ওমেরা ব্র্যান্ডের হাইপ্রেসার ও লো-প্রেসার এলপি গ্যাস রেগুলেটর, রেডিয়েন্ট কুকার, ইনডাকশন কুকার এবং কুকার হুড বাজারজাত করবে ইস্ট কোস্ট গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড।