বইমেলায় বিকাশে কেনাকাটা করলেই ক্যাশব্যাক

পহেলা ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হওয়া ‘অমর একুশে গ্রন্থমেলা-২০১৮’তে ৩৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বই কিনে মূল্য বিকাশে পরিশোধ করলে ১০ শতাংশ ক্যাশ ব্যাক পাবেন বিকাশ গ্রাহকরা। গ্রাহকদের জন্য এই অফারটি চলবে বইমেলার শেষ দিন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
২০১৪ সাল হতেই বাংলা একাডেমি আয়োজিত বইমেলায় অনুরূপ ক্যাশ ব্যাক সুবিধা প্রদান করে আসছে বিকাশ।
বিকাশে পেমেন্ট করে বই কিনতে গ্রাহকদের তাদের মোবাইল ফোনে প্রথমে *২৪৭# ডায়াল করে বিকাশ মেন্যুতে প্রবেশ করে ‘৩’ চেপে ‘পেমেন্ট’ সিলেক্ট করতে হবে। এরপরে বেশ কিছু ইন্টার্যাক্টিভ ধাপ অনুসরণ করার পর লেনদেনটি সম্পন্ন হবে।
বিকাশ দিয়ে কেনাকাটায় কোনো চার্জ প্রদান করতে হবে না। গ্রাহক মূল্য পরিশোধ করার সাথে সাথেই তার বিকাশ অ্যাকাউন্টে ক্যাশ ব্যাকের পরিমাণ জমা হবে।
আধিকন্তু, গ্রাহক বিকাশের মাধ্যমে বই কিনলে প্রচ্ছদমূল্যের চেয়ে প্রকৃতপক্ষে ৩২.৫ ভাগ কম মূল্যে বই কিনতে পারবেন, কারণ বইমেলায় প্রকাশকরা বইয়ের প্রচ্ছদমূল্যের ওপর ২৫ ভাগ ছাড় দিয়ে থাকেন। অন্যদিকে বিকাশে পেমেন্ট করার কারণে প্রকাশকের ছাড় পরবর্তী মূল্যের ওপর ১০ ভাগ ক্যাশব্যাকের মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে ফেরত দিবে বিকাশ।
বিকাশ অ্যাকাউন্ট খোলা একদম ফ্রি। যেকোনো পূর্ণ বয়স্ক ব্যক্তি তার জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এবং সাথে দুই কপি ছবি দিয়ে বিকাশ এর যেকোন এজেন্ট পয়েন্ট থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবে। বর্তমানে দেশজুড়ে বিকাশের এক লাখ ৮০ হাজারেরও বেশি এজেন্ট রয়েছে।
২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠীকে সেবা প্রদান করার লক্ষ্যে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদান করে চলেছে। বিকাশ- ব্র্যাক ব্যাংক, ইউএস ভিত্তিক মানি ইন মোশন এবং ওয়ার্ল্ড ব্যাংকের অন্তর্গত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।