সিএসআরের মাধ্যমে শিক্ষার প্রসারের আহ্বান

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে করপোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) কার্যক্রমের মাধ্যমে শিক্ষার প্রসারে আরো বেশি অবদান রাখার আহ্বান জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইএফআইসি ব্যাংক ট্রাস্টা ফান্ডের উদ্যোগে বৃত্তি ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান।
এসময় আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামানের কাছে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের আকার দাঁড়ালো এক কোটি টাকা। এসময় বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষকদের গবেষণা অনুদানের চেক দেন আমন্ত্রিত অতিথিরা।