মাদককে ‘না’ বলতে দুরন্ত বাইসাইকেলের র্যালি

পরিবেশবান্ধব যান বাইসাইকেলকে সবার মাঝে জনপ্রিয় করতে দুরন্ত বাইকের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হলো সাইকেল র্যালি। গত শুক্রবার সকালে প্রাণ-আরএফএল গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ র্যালি অনুষ্ঠিত হয়।
আরএফএলের পরিচালক আর এন পাল, চিফ ফিন্যান্সিয়াল অফিসার কিশোর কুমার দেবনাথ, হেড অব মার্কেটিং চৌধুরী ফজলে আকবর ও দুরন্ত বাইকের ব্র্যান্ড ম্যানেজার এ এম রাকিবুল আহসান এ সময় উপস্থিত ছিলেন।
দুরন্ত বাইকের এ র্যালিতে দেড় শতাধিক সাইকেলপ্রেমী অংশগ্রহণ করেন। ‘মাদককে না বলুন, দুরন্ত বাইসাইকেল চালান, সুস্থ থাকুন’ স্লোগান নিয়ে র্যালিটি রাজধানীর প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয় থেকে হাতিরঝিল হয়ে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।