ইউসিবি, উপায় ও জালালাবাদ গ্যাসের ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর

Looks like you've blocked notifications!
জালালাবাদ গ্যাসের প্রি-পেইড মিটারের ভেন্ডিং সিস্টেম সহজীকরণে ইউসিবি ও উপায়-এর সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি সই। ছবি : এনটিভি

দেশের দ্রুত বর্ধনশীল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের (ইউসিবি) সঙ্গে সম্প্রতি ত্রিপাক্ষিক চুক্তি সই করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)।

‘উপায়’ এর চিফ কমার্শিয়াল অফিসার জিয়াউর রহমান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এসইভিপি ও হেড অব ট্রান্সেকশন ব্যাংকিং মো. সেকান্দার-ই-আজম এবং জেজিটিডিএসএলের কোম্পানি সচিব মো. শহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি সই করেন।

ইউসিবি, উপায় ও জালালাবাদ গ্যাসের মধ্যে প্রয়োজনীয় কারিগরি সংযোগ স্থাপন শেষে দ্রুতই এ সেবাটি চালু করা হবে। এ চুক্তির ফলে জালালাবাদ গ্যাসের গ্রাহকরা পিওএস ও জিপিআরএস পদ্ধতিতে জেজিটিডিএসএল কাস্টমার অ্যাপ, উপায় কাস্টমার অ্যাপ ও উপায় এজেন্ট অ্যাপের মাধ্যমে প্রি-পেইড গ্যাস মিটার রিচার্জ করতে পারবেন।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও উপায়-এর পরিচালন পর্ষদ সদস্য এ টি এম তাহমিদুজ্জামান এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেজিটিডিএসএলের মহাব্যবস্থাপকসহ প্রকল্প পরিচালক প্রকৌশলী লিটন নন্দী, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রকল্প দপ্তরের কর্মকর্তারা, সিবিএর সভাপতি ও সাধারণ সম্পাদক, সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভিপি ও শাখা ব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম ও সভ্যসাচী গুপ্ত ও উপায় থেকে হেড অব গভার্নমেন্ট সেলস হাসান মো. জাহিদ।

২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি ও মোবাইল অ্যাপের মাধ্যমে। উপায়-এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন: ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, মোবাইল রিচার্জ ছাড়াও সেতুর টোল প্রদান, ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো সেবা গ্রহণ করতে পারছেন।