ডিজিটাল ব্যাংকের জন্য বিনিয়োগ করবে ইউনিক হোটেল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/12/unique-hotel.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি ডিজিটাল ব্যাংকের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কয়েকটি কোম্পানি মিলে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে এই ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে। ইউনিক হোটেলের পরিচালনা পর্ষদ ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
আজ শনিবার (১২ আগস্ট) ইউনিক হোটেল সূত্রে এই তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির পরিচালনা পর্ষদের ১৬৭তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র অনুযায়ী, প্রস্তাবিত ব্যাংকের নাম হবে আমার ডিজি ব্যাংক পিএলসি। এর অনুমোদিত মূলধন হবে ২৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। এতে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির পরিশোধিত মূলধনের ১০ শতাংশ তথা ১২ কোটি ৫০ লাখ টাকা জোগান দেবে।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ইউনিক হোটেলের আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।