আগস্টে রপ্তানি আয় বেড়ে ৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার
গত অর্থবছরের (২০২২-২৩ অর্থবছরের) তুলনায় আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, সামগ্রিক রপ্তানি আয়ে বড় অবদান রেখেছে দেশের পোশাক খাত। আগস্টে রেমিট্যান্স কমে যাওয়ার মধ্যে এটিকে সুসংবাদ হিসেবে দেখছেন এই খাত সংশ্লিষ্টরা।
২০২২ সালের তুলনায় ২০২৩ সালের আগস্টে রপ্তানি আয় ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে। তবে, সরকারের লক্ষ্য পূরণ হয়নি। ওই মাসে সরকারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছর ২০২৩-২৪ অর্থবছরের আগস্ট মাসে পোশাক, ওষুধ, চামড়াসহ ২৬ ধরনের পণ্য বিশ্ববাজারে রপ্তানি হয়েছে। সেখান থেকে আগস্ট মাসে আয় হয়েছে ৪ দশমিক ৭৮ কোটি ডলার।
২০২২-২৩ অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৪ দশমিক ৬ বিলিয়ন ডলার। সে অনুযায়ী, গত বছরের তুলনায় আয় বেড়েছে ১৭ দশমিক ৫১ কোটি মার্কিন ডলার, যা বৃদ্ধির প্রায় ৩ দশমিক ৮ শতাংশ।